জনাব কে এম আলী রেজা গত ১৩ মার্চ ২০২৩ তারিখে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যুগ্মসচিব (উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য।
কে এম আলী রেজা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ১৯৬৯ সালে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুরের এম.এন. একাডেমি, নগরকান্দা থেকে মাধ্যমিক এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্সে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং উভয় ডিগ্রিতেই প্রথম শ্রেণী লাভ করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ (MDS) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সিঙ্গাপুর, ভারত, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতি, পরিকল্পনা প্রণয়ন ও বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপনা, শ্রম অভিবাসন, মানব নিরাপত্তা, এবং উন্নয়ন প্রকল্প বিশ্লেষণ, প্রণয়ন ও ব্যবস্থাপনার উপর বিভিন্ন কোর্স/প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
১৯৯৮ সাল থেকে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে সরকারি-খাতের পরিকল্পনা ও উন্নয়নে কাজ করেন। তিনি কর্মজীবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, সেক্টরাল প্ল্যান ইত্যাদিসহ জাতীয় পরিকল্পনা এবং নীতি প্রণয়নে অবদান রেখে চলেছেন। অভিবাসন, রেমিট্যান্স, সামাজিক সুরক্ষা, পুনঃএকত্রীকরণ, জীবিকা, দক্ষতা উন্নয়ন, পল্লী উন্নয়ন ইত্যাদিসহ অন্যান্য সেক্টরের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং মূল্যায়নের ক্ষেত্রে তাঁর দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে।
জনাব রেজা বিশ্বব্যাংক, ইউএন-ওমেন, আইওএম, ইউএনএফপিএ, এডিবি, আইডিবি এবং আইএলও-এর মতো উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করার সুযোগ লাভ করেন এবং প্রকল্পের অর্থায়নের জন্য যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের লেবার অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিরাপদ এবং নিয়মিত অভিবাসন, মানব পাচার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ ইত্যাদি বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।
জনাব রেজা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM), থাইল্যান্ডের অধীনে বালি প্রসেস, ব্যাংককের আঞ্চলিক সহায়তা অফিস (RSO) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন (মে ২০১৮ থেকে জুলাই ২০২০ পর্যন্ত) এবং অভিবাসন, উদ্বাস্তুদের পুনর্বাসন, মানব পাচার, মানব নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রেও তিনি অভিজ্ঞতাসম্পন্ন । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।